প্রতারণা করে সৌদি প্রবাসী সাবেক স্বামীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার মামলায় গ্রেপ্তার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর দুই আসামি হলেন স্বর্ণার মা আশরাফি আক্তার মেলী ও রোমানার ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনান।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তারের আদালত এই নির্দেশ দেন। এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানা ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. দুলাল হোসেন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
আদালত আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় পুলিশ রোমানাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিরা হলেন- আশরাফি ইসলাম শেলী (৬০), নাহিদ হাসান রেমি (৩৬), আন্নাফি (২০), ফারহা আহম্মেদ (৩০) ও অজ্ঞাত এক যুবক (৩৭)।
২০১৫ সালে স্বর্ণা অভিনীত রানআউট নামে একটি সিনেমা মুক্তি পায়। এ ছাড়া তিনি নাটক করেন এবং একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন।
এস