পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পরিবারের সাথে আত্মীয় বাসায় বিয়ের দাওয়াত খেতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুস সালাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আব্দুস সালাম একই উপজেলার ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি এলাকার আবির হোসেনের ছেলে।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া এলাকায় বুড়াবুড়ি-শালবাহান পাকা সড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার শিশু আব্দুস সালাম তার মা ও দাদা-দাদীর সাথে বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়া পাড়া এলাকায় ইয়াসিন আলী নামে এক আত্মীয় বাড়িয়ে বিয়ের দাওয়াত খেতে যায়। দাওয়াত খাওয়ার একপর্যায়ে বাড়ির পাশে সবার অগোচরে শিশু সালাম পাকা সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সড়কে সে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া মাইক্রোবাসের ধাক্কায় ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এস