আর্কাইভ থেকে রাজনীতি

মির্জা ফখরুলের জামিন আবেদন শুনানিতে বাধা নেই : চেম্বার আদালত

মির্জা ফখরুলের জামিন আবেদন শুনানিতে বাধা নেই : চেম্বার আদালত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা ৯ মামলায় জামিন আবেদন গ্রহণ ও শুনানি করতে ঢাকার সিএমএম আদালতকে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। তবে বিচারিক আদালত জামিন আবেদন গ্রহণ না করার বিষয়ে রিট করা যাবে কি না,এ বিষয়ে শুনানির জন্য ১৫ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। সম্প্রতি দায়ের করা এ নয়টি মামলায় মামলায়, পুলিশ কনস্টেবলকে হত্যা, রাস্তায় বেআইনি জমায়েত, যানবাহন ভাঙচুর, সংঘর্ষ, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষয়ক্ষতি, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

এ সম্পর্কিত আরও পড়ুন মির্জা | ফখরুলের | জামিন | আবেদন | শুনানিতে | বাধা | নেই | | চেম্বার | আদালত