আর্কাইভ থেকে রাজনীতি

এবার শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে নির্বাচন ঠেকাতে চায় বিএনপি

এবার শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে নির্বাচন ঠেকাতে চায় বিএনপি
হরতাল-অবরোধের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার কর্মসূচি বাদ দিয়ে। ভোট বর্জনে জনগণকে উদ্বুদ্ধ করার মত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নির্বাচন ঠেকাতে চায় বিএনপি। শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে চলমান অসহযোগ আন্দোলন, গণসংযোগ ও লিফলেট বিতরণ এমনকি ভোট গ্রহণের আগে গণকারফিউ এর মতন কর্মসূচি আসতে পারে। পাশাপাশি হরতাল-অবরোধও থাকবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  বলেন, মানুষকে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে গণসংযোগ শুরু করা হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন যাতে নামসর্বস্ব হয়ে না পড়ে তার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর গণমাধ্যম (সামাজিক গণমাধ্যম) ব্যবহার করেও মানুষকে উদ্বুদ্ধ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনে অসহযোগ কর্মসূচি ঘোষণা নতুন করে প্রমাণ করে, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি আস্থাশীল। বিএনপি একটি উদারপন্থি রাজনৈতিক দল, যারা ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি আদায়ে আন্দোলনের কর্মসূচি পরিচালনা করে থাকে। এদিকে কর্মসূচি নিয়ে জোটের অন্য শরিকদের সাথে বিএনপি এর দ্বিমত থাকলেও গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তার দল অসহযোগ আন্দোলনকে রাজনৈতিক ও নৈতিক সমর্থন দিয়েছে। সারাদেশের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে আন্দোলনের বার্তা পৌছে দিতে চান তারা যাতে মানুষ স্ব-স্ব অবস্থান থেকে ফ্যাসিবাদী সরকারের একতরফা ও তামাশার ভোট বর্জন করে দাবি আদায়ে সহায়তা করে। উল্লেখ্য, অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীর আদালতে হাজিরা না দেয়া কিংবা সরকারকে সব রকম ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত করার যে নির্দেশনা দিয়েছে, তাতে বিএনপি ও সমমনা দলের ভেতরেই অনেকে বিস্মিত। হঠাৎ সরাসরি অসহযোগের মতো কর্মসূচি ঘোষণা অসময়ে হয়ে গেছে কিনা, তা নিয়ে বিএনপিসহ সমমনা দলের ভেতরে-বাইরে হচ্ছে নানা আলোচনা। তবে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কোন নেতাই প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতার মতে, সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি সমমনা ও দলীয় ফোরামে  আলোচনা করেই চূড়ান্ত করা হয়। তবে অসহযোগ কর্মসূচির ক্ষেত্রে সেটি হয়নি বলে দাবি করছেন কোনো কোনো নেতা।

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | শান্তিপূর্ণ | কর্মসূচি | দিয়ে | নির্বাচন | ঠেকাতে | চায় | বিএনপি