আর্কাইভ থেকে আইন-বিচার

মানুষের জীবনের জন্য ১ ঘণ্টাও গুরুত্বপূর্ণ: হাইকোর্ট

মানুষের জীবনের জন্য ১ ঘণ্টাও গুরুত্বপূর্ণ: হাইকোর্ট
মানুষের জীবনের জন্য একটা ঘন্টাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাইকোর্ট বলেছেন সন্তান হারানোর ব্যাথাটা শুধু সেই পরিবারই জানে। বুধবার (২৭ ডিসেম্বর) বগুড়ার বিএনপির নিখোঁজ দুই নেতার সন্ধান চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে। এরপর আদালত বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ওরফে হৃদয় এবং উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের নিখোঁজের বিষয়ে পুলিশ মহাপরিদর্শকে নির্দেশ দেন। আগামী ৪ জানুয়ারীর মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিয়ে হাইকোর্টকে জানাতে বলা হয়। সেই সঙ্গে বিএনপির দুই নেতার নিখোঁজের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৩ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। বিএনপি নেতা আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনকে গেলো ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি তাদের পরিবার। পরবর্তীতে পরিবারের সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন ও সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক পর্যায়ে মঙ্গলবার দুই নেতার সন্ধান চেয়ে তাদের পরিবারের সদস্যরা হাইকোর্টে আলাদা দুটি রিট করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন মানুষের | জীবনের | জন্য | ১ | ঘণ্টাও | গুরুত্বপূর্ণ | হাইকোর্ট