আর্কাইভ থেকে জাতীয়

বিসিবি সভাপতি পদে মাশরাফি-সাকিবের মধ্যে কে যোগ্য, যা বললেন পাপন

বিসিবি সভাপতি পদে মাশরাফি-সাকিবের মধ্যে কে যোগ্য, যা বললেন পাপন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দৌড়ে এবার আছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তিন ব্যক্তি। তবে মাশরাফি বিন মুর্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর আগে সংসদ সদস্য ছিলেন। এবার তাদের পর নির্বাচনী দৌড়ে মাগুরা-১ আসন থেকে দাঁড়িয়েছেন টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। কিশোরগঞ্জে শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচনের প্রচারণার সময় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি বস নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি হতে আগ্রহী মাশরাফি-সাকিব দুজনের মধ্যে কে যোগ্য এমন প্রশ্নে পাপন বলেন, 'বলা মুশকিল, এটা বলা কঠিন। এটা সহজ না অনেক কঠিন। এটা আসলে কঠিন এটা এখানে বলা ঠিক হবে না।' নির্বাচনে জয়ী হলে সাকিব কি খেলবে ক্রিকেট জবাবে পাপন বলেন, 'ওর সাথে তো কথা হয়েছে ও খেলবে। মানে ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা। সো সেটাই জানি। আমার ধারণা ও খেলবে।' টাইগার ক্রিকেট বোর্ডের প্রধানকে সাকিব ও মাশরাফির নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়। যেখানে তিনি বলেন, 'কি বলার আছে? বলার তো কিছু নাই। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে ওকে দেখার জন্য। আমার সঙ্গে ওর কথা হয়েছে। মাশরাফির সাথেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে সবাই ভোট দেবে।' সাকিবকে সবাই ভোট দেবে দাবি করে পাপন বলে, 'শোনেন সাকিবের তো আলাদা একটা প্লাস পয়েন্ট আছে। আপনাকে মনে রাখতে হবে একটা হচ্ছে দলের ভোট আরেকটা নিউট্রাল (নিরপক্ষ) ভোট। নিউট্রাল ভোটগুলো আমার মনে হয় সাকিবের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। ওকে সামনাসামনি দেখতে পাওয়া.. যারা নাকি রাজনীতিতে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে।' এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বিসিবি | সভাপতি | পদে | মাশরাফিসাকিবের | মধ্যে | কে | যোগ্য | পাপন