আইন-বিচার

যে অপরাধ করিনি তার শাস্তি পেলাম : ড. ইউনূস

যে অপরাধ করিনি তার শাস্তি পেলাম : ড. ইউনূস
যে অপরাধ করিনি তার শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল। বললেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস সোমবার (১ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার পর তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, আজকে ইংরেজি বছরের প্রথম দিন। সারা দুনিয়া এটি পালন করে বছরের নতুন দিন হিসেবে। আমরা আজকে আদালতে এসেছিলাম রায় শোনার জন্য। এসে মনটা ভোরে গেল। আমার বহু বন্ধু-বান্ধব এখানে পেয়ে গেলাম। যাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয় নাই। এরা আজকে এসেছে, এই আনন্দের দিনে যে, কি রায় হয় তা দেখার জন্য যে আমার কি অবস্থা দাঁড়ালো। আমি কিন্তু খুব খুশি তাদের দেখে। মনটা ভোরে গেল। ড. ইউনূস বলেন, এই দোষ কীভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাব। সেটা আমাদের আইনজ্ঞ এখানে আছে তিনি তা ব্যাখ্যা করবেন। তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম।  

এ সম্পর্কিত আরও পড়ুন অপরাধ | করিনি | শাস্তি | পেলাম | | ড | ইউনূস