সততা ও নিরপেক্ষতার সাথে কাজ করুন। সাহসিকতার সঙ্গে কাজ করবেন। কারণ আপনি একজন বিচারক। সমস্ত সাপোর্ট আপনার সাথে থাকবে। কমিশন আপনাকে সহযোগিতা করবে। বললেন, নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার বেগম রাশেদা সুলতানা।
সোমবার (১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের আইনবিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি রাশেদা বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও আশা রয়েছে। সেজন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্বাচনের মাঠে দায়িত্ব দেয়া হয়েছে। সামান্যতম অপরাধ যারা করবে তাদের প্রতি আপনারা (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) ক্ষমাশীল হবেন না। কখনোই কর্তব্যের প্রতি অবহেলা করবেন না।
তিনি বলেন, আমাদের যে জনবল রয়েছে তাদের দ্বারা এ নির্বাচনের বিরাট মহাযজ্ঞ সম্পন্ন করা সম্ভব নয়। যার কারণে ধাপে ধাপে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের যুক্ত করা হয়েছে। এবারের নির্বাচনে ৪৩ হাজার কেন্দ্রে একদিনে একযোগে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে অনেক লোকের প্রয়োজন। সেজন্য নির্বাচনকে সুষ্ঠু,অবাধ এবং সুন্দর পরিবেশে করার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা চাই বা না চাই এখানে অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে। এসব কাজ বন্ধ করার জন্য বিভিন্ন স্তরে যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা তো বটেই আমি মনে করি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা পাঁচ দিন গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।