দেশজুড়ে

শিগগিরই আমাদের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

শিগগিরই আমাদের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
খুব শিগগিরই আমাদের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন হবে। এখন আর স্বপ্ন নয়, এখন বাস্তবায়নের পালা এসেছে। নানামুখী উন্নয়নে গাজীপুর-১ আসনের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২ টায় গাজীপুর ১ আসন কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিশেষ ভাবে কিছু বরাদ্দ দিয়েছেন। সেসব বরাদ্দ আমি গাজীপুর-১ আসনের সাধারণ জনগণের দোরগোড়ায় পৌছে দিয়েছি। এছাড়াও প্রধানমন্ত্রীর সহায়তায় আরও কিছু কাজ আমাদের চলমান রয়েছে। এর মধ্যে ঢাকা থেকে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন পর্যন্ত নতুন লাইন তৈরির কাজ চলছে।  এই লাইনে কালিয়াকৈরের মানুষের জন্য বিশেষ রেল সেবা চালু হবে। যাতে মানুষ নির্বিঘ্নে ঢাকা যাতায়াত করতে পারবে। তা ছাড়াও শিগগিরই দেশের একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্যক্রম চালু হবে। এসব প্রকল্প সম্পন্ন হলে এ অঞ্চলের শতশত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এসব প্রকল্পের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যেই গাজীপুর ১ আসনকে দেশের মধ্যে সবচেয়ে উন্নত আসন হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত আছে। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতীক নৌকার উপর থেকে আস্থা হারাবেন না। আজ সারা বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প অন্য কেউ নেই। আমরা বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসায় প্রধানমন্ত্রীত প্রতীক নৌকার বিজয় হবে। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, পৌরা আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন শিগগিরই | আমাদের | অসমাপ্ত | কাজগুলো | বাস্তবায়ন | হবে | মুক্তিযুদ্ধ | মন্ত্রী