দেশজুড়ে

হেরোইনসহ মসজিদের ইমাম গ্রেপ্তার

হেরোইনসহ মসজিদের ইমাম গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হিরোইনসহ এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব)। তার নাম খালিদুজ্জামান ওরফে কাওসার। ওই মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার পাশাপাশি একটি মসজিদের ইমামতি করতেন। কাওসার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর এলাকার লোকমান হোসেনের ছেলে। তার পিতা লোকমান হোসেন রানিনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর)  র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেলো সোমবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট সড়কের সাধুরমোড় এলাকায় অভিযান চালিয়ে খালিদুজ্জামান ওরফে কাওসার নামে এক মাদক-কারবারিকে গ্রেপ্তার করে। তিনি ইমামতির পাশাপাশি মাদক কারবারি করতেন। সন্দেহভাজন হিসাকে দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার হয় । জানা যায় গ্রেপ্তারকৃত খালিদুজ্জামান কাউসার মহিশালবাড়ী শাহ সুলতান রহ. কামিল মাদ্রাসার ফাজিলের ছাত্র ও গোদাগাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের মহিশালবাড়ী পুরাতন জামে মসজিদের ইমাম। এই ইমামতির আড়ালে তিনি দীর্ঘদিন হতে হেরোইনের ব্যবসা করে আসছিলেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন হেরোইনসহ | মসজিদের | ইমাম | গ্রেপ্তার