বিএনপি

ভয়ে জনগণ এখন ফিসফিস করে চোখের ইশারায় কথা বলে : রিজভী

ভয়ে জনগণ এখন ফিসফিস করে চোখের ইশারায় কথা বলে : রিজভী
সরকারের সীমাহীন নিপীড়ন-নির্যাতনের কারণে দেশের জনগণ এখন কথা বলতে পারে না, ফিসফিস করে চোখের ইশারায় কথা বলে। বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, অনেকেই আমাদের সঙ্গে হাত মেলান। চোখের ভাষায় বোঝা যায় তাদের সম্মতি আছে আমাদের কর্মসূচিতে। বোঝা যায় তারা আতঙ্কে আছেন। এমনও হয়েছে আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, একজন লিফলেট হাতে নিয়ে বলেছেন- এটা প্রকাশ্যে পড়া যাবে না, বাসায় নিয়ে পড়বো। বিএনপির এই মুখপাত্র বলেন, সরকারের সীমাহীন নিপীড়ন ও নির্যাতনের কারণে দেশে দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে, স্বাভাবিকভাবে জীবন যাপন করা যাচ্ছে না। যারা সত্য কথা বলবে তাদের নামে হবে নাশকতাসহ ভয়ংকর সব মামলা। এই দেশে যখন উপনিবেশ শাসন ছিল তখনও রাজনীতিবিদদের নামে মামলা দেওয়া হতো; কিন্তু তখন তাদেরকে সম্মান করতো, এটা কারাগারে হোক বা কারাগারের বাইরে হোক। বর্তমানের মতো এত নিষ্ঠুর অবিচার, নির্যাতন, অসম্মান করা হতো না। আওয়ামী লীগের এই নির্যাতন, নিপীড়ন অতীতের স্বৈরশাসকের সব রেকর্ড এমনকি কিছু কিছু ক্ষেত্রে মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। রিজভী বলেন, দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধেও আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমিও আহত হয়েছি, আমার পেটে গুলি লেগেছিল। সেই গণতন্ত্রের আন্দোলনের চিহ্ন এখনও আমি বয়ে বেড়াচ্ছি। এখনো কেন এই দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে? এখনো কেন মত প্রকাশের স্বাধীনতার জন্য কথা বলতে হচ্ছে? এগুলোর জন্য সেলিম, সাজু, দিপালী সাহা, শাজাহান সিরাজ আত্মদান করেছেন! সর্বোপরি ডাক্তার মিলন, জিহাদের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। তখন আমি ছাত্র রাজনীতি করতাম। আমি তো দেখছি সেই যুগে যে জুলুম নির্যাতন চলেছে তার চেয়ে আরও নির্মম বর্বর অনাচার, পৈশাচিক এই আওয়ামী লীগের স্বৈরাচারী দুঃশাসন। তিনি বলেন, এরশাদ তো প্রতারণা অত্যাচার করে নয় বছর শাসন করেছেন। বর্তমান স্বৈরশাসক- এরাতো মহাপ্রতারণা অত্যাচারের সঙ্গে সরকারি প্রশাসনিক নির্যাতনের খড়্গ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। মিডিয়া ব্যবহার করে প্রতিনিয়ত বিরোধীদলের ওপর নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা করছে। বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে রিজভী বলেন, আমরা যে লিফলেট বিতরণ করছি আপনাদের কাছে অনুরোধ করবো, এই লিফলেট প্রতি ঘরে ঘরে নিয়ে যাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার হাতে হাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। এটা শুধু শহরে বা নগরে দিলেই হবে না, এটা থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে প্রতি ঘরে ঘরে নিয়ে যেতে হবে। কারণ, এই কর্মসূচির প্রতি জনগণের সমর্থন রয়েছে। সরকারের অনাচারের বিরুদ্ধে আপনারা যে লিফলেট বিতরণ করছেন, জনগণের ভাষা এই লিফলেটের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এসময় গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এসময়ে মামলা হয়েছে ৪টি, এসব মামলায় আসামি ৩২৫ জনের বেশি। বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন ভয়ে | জনগণ | এখন | ফিসফিস | করে | চোখের | ইশারায় | কথা | বলে | | রিজভী