আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সুনামগঞ্জের জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ ৩ আসনে টহল জোরদার করেছে।
প্রয়োজন অনুযায়ী প্রস্তুত রাখা হয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে। জগন্নাথপুর উপজেলায় সকাল থেকে নাশক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনা সে জন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশ টহল দিচ্ছেন। সেনাবাহিনী ও র্যাব বাহিনী জানান দেশব্যাপী শুক্রবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বিজিবি, সেনাবাহিনী, দায়িত্ব পালন করবেন।
র্যাবের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিব উল্লা জানান, শুক্রবার সকাল থেকে নাশকত বিশৃঙ্খলা এড়াতে আমাদের র্যাবের টিম মাঠে রয়েছে। জগন্নাথপুর সহকারী রিটার্নিং অফিসার ও জগন্নাথপুর নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে। সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পর শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩-১০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশন বা স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে। সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলোর এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে।