আর্কাইভ থেকে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের সিদ্ধান্তে সাঁওতালদের বিক্ষোভ

গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের সিদ্ধান্তে সাঁওতালদের বিক্ষোভ

গাইবান্ধার গোবিনদগঞ্জ বাগদাফার্মে রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা স্থাপনের লক্ষ্যে জমি হস্তান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০মে) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ  কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী,বেপজা’র নিবার্হী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মো: জিয়াউর রহমান,বেপজা’র প্রকল্প পরিচালক আশরাফুল কবীর, প্রকৌশলী মো: ফারুক আহম্মেদ ,অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু,সাঁওতাল নেতা  ফিলিমন  বাস্কে সহ অন্যরা।

অন্যদিকে  গোবিন্দগঞ্জের তিন  সাঁওতাল হত্যার বিচার ও সাঁওতালদের বাপদাদার জমিতে ইপিজেড করার সিদ্ধান্ত বাতিলের দাবীতে একই সময় জেলা প্রশাসক কার্যালয় চত্তরে   বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। 

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন গোবিন্দগঞ্জে | ইপিজেড | স্থাপনের | সিদ্ধান্তে | সাঁওতালদের | বিক্ষোভ