ক্রিকেট

রেফারির পেনাল্টির সিদ্ধান্তে মার্টিনেজের কাণ্ড

ম্যাচের ৫৩ মিনিটে নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে ফেলে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। রেফারি কয়েক মিনিট  ভিএআর মনিটর দেখার পর পেনাল্টির বাঁশি বাজান।

 

স্পট-কিকে রদ্রিগেজ বোকা বানান পেনাল্টি ঠেকাতে এক্সপার্ট এমিলিয়ানো মার্টিনেজকে। কলম্বিয়ান তারকার নেওয়া শটের বিপরীত দিকে ঝাঁপিয়ে পড়েন এমি। 

 

এই গোলটি শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ব্যবধান। আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় কলম্বিয়া। 

 

কিন্তু এই হার আর পেনাল্টি ঠেকাতে না পারা যেন মেনে নিতে পাড়ছিলেন না মার্টিনেজ।  ম্যাচ হারের পর বেড়িয়ে যাওয়ার সময় তার সামনে একটি ক্যামেরা চলে আসে।  ক্যামেরাটি দেখেই ধাক্কা মারেন এমি।  লাইভে থাকা ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরে যায়।

 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পেনাল্টির সিদ্ধান্তের কারণেই ক্ষুব্ধ মার্টিনেজ এমন কাণ্ড ঘটিয়েছেন।

 

রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও।  ম্যাচ শেষে পারাদেস দাবি করেন ওটা পেনাল্টি ছিল না। ওতামেন্দি সামনে থেকে আটকাতে গিয়েছিলেন। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন পেনাল্টি | রেফারি