বাংলাদেশ

এবারের নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে : সিইসি

এবারের নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে : সিইসি
গ্রহণযোগ্যতার কোনো মানদণ্ড থাকে না, এটা আপেক্ষিক বিষয়। কিন্তু আমরা চাইব, নির্বাচনকে সর্বাধিক গ্রহণযোগ্য করতে। যে কারণে এখানে বিদেশি পর্যবেক্ষক ও সংবাদকর্মীরা এসেছেন। তারা বিষয়টিকে ফুটিয়ে তুলবে। আমরা আশাবাদী এবারের নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সিইসি বলেন, আমরা চাই, আমাদের নির্বাচন কেবল দেশীয়ভাবেই না, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলেছি, আমাদের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা। রাজনৈতিক বক্তব্যে সম্পৃক্ত হওয়া আমাদের কাজ না। কাজেই যে বিতর্কের কথা বলেছেন, রাজনৈতিক পরিমণ্ডলে তা থাকবেই। রাজনীতিবিদরা একসময় সেই সমাধান করবেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। ভোট শুরু হবে সকাল ৮টায়, শেষ হবে বিকেল ৪টায়। তবে কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন থাকলে ভোট শেষ হতে আরও দেরি হতে পারে। অর্থাৎ যারা ভোট দিতে আসবেন, তাদের ভোট দেয়া শেষ হলেই ভোট বন্ধ হবে। হাবিবুল আউয়াল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হবে। প্রত্যেক প্রার্থীকে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট রাখার অনুরোধ করছি, যেন ভোটাররা ভোটদানে বাধাগ্রস্ত না হন। সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

এ সম্পর্কিত আরও পড়ুন এবারের | নির্বাচন | দেশে | ও | বিদেশে | গ্রহণযোগ্যতা | পাবে | | সিইসি