বিনোদন

ভোট দিয়ে যা বললেন মমতাজ

ভোট দিয়ে যা বললেন মমতাজ
জনপ্রিয় বাংলা লোকগানের সংগীতশিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম ভোট দিয়েছেন। ভোট দেয়ার পর ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখে মমতাজ জানান, এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। রোববার (৭ জানুয়ারি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মমতাজ। মানিকগঞ্জ-২ আসনেই ভোটযুদ্ধে লড়ছেন তিনি। আওয়ামী লীগের প্রার্থী হয়ে তৃতীয়বারের মতো ভোটযুদ্ধে নেমেছেন তিনি। ভোট দেয়ার পর এবারের নির্বাচন প্রসঙ্গে মমতাজ বলেন, প্রতিটি ভোটকেন্দ্রেই রয়েছে কড়া নিরাপত্তা। এ নিরাপত্তায় আশ্বস্ত হয়ে শীতকে উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন ভোটাররা। মমতাজ আরও বলেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের উপস্থিতি। সুন্দর পরিবেশে চলছে ভোটগ্রহণও। উৎসবমুখর এমন পরিবেশে ভোটাররা নৌকা ও ব্যক্তি মমতাজ বেগমকে ভালোবেসেই ভোট দেবেন বলে আশা করছি। মমতাজ আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রেই পুরুষের পাশাপাশি মা বোনেরাও ভোট দিতে আসছেন। তাই আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। মানিকগঞ্জ-২ আসন সিঙ্গাইর, হরিরামপুর এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া, ভাড়ারিয়া ও পুটাইল ইউনিয়ন নিয়ে গঠিন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ রাখ ৩৪ হাজার ৮৭৩ এবং নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ১১৩ জন। মোট কেন্দ্র ১৯৩টি। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ভোট | দিয়ে | মমতাজ