দেশজুড়ে

নোয়াখালী-২ আসনে এগিয়ে নৌকার প্রার্থী মোরশেদ আলম

নোয়াখালী-২ আসনে এগিয়ে নৌকার প্রার্থী মোরশেদ আলম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসনে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম। আজ রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই গণনা শুরু হয়। এতে দেখা যায়, নোয়াখালী-২ আসনে ১১৮টি কেন্দ্রের মধ্যে যেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে বেশির ভাগ কেন্দ্রে মোরশেদ আলম এগিয়ে রয়েছেন। এর মধ্যে ৩৫ কেন্দ্র  আওয়ামী লীগ আলহাজ মোরশেদ আলম পেয়েছেন ১৯ হাজার ২৩৭ ভোট। স্বতন্ত্র আতাউর রহমান ভূইয়া মানিক পেয়েছেন ১০ হাজার ৯৪৬ ভোট। এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মোরশেদ আলম। এ সময় তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। নোয়াখালী-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৪৬৪ জন। এর মাঝে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯২৭ ও নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৪৯১ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন নোয়াখালী২ | আসনে | এগিয়ে | নৌকার | প্রার্থী | মোরশেদ | আলম