আগামী ২২ জানুয়ারিই সন্তান জন্ম দিতে চান ভারতের অনেক মহিলা। বিশেষ করে উত্তরপ্রদেশে এর হিড়িক পড়েছে। রাজ্যের রাজ্যের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালেই ৩৫ জন অন্তঃসত্ত্বা সন্তানের জন্ম দেবেন। তারা দিনেই সন্তানের জন্ম দিতে চান।
কারণটি খোলাস করে বলা যাক, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন। ওইদিনই মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে। তাই তারা দিনেই সন্তানের জন্ম দিতে চান। যাদের সন্তান জন্ম দানের তারিখ আগে বা পরে তারাও এদিন সিজার করাতে চাইছেন।
রামমন্দিরের গর্ভগৃহে শিশু রাম বা রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার দিনেই সন্তানের জন্ম দিতে চান অন্তঃসত্ত্বা মায়েরা। আর হবু মায়েদের এই আর্জি সামলাতে হিমশিম খেতে হচ্ছে উত্তরপ্রদেশের একাধিক সরকারি হাসপাতালকে!
রাজ্যের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের শিশু এবং প্রসূতিবিভাগের ভারপ্রাপ্ত প্রধান সীমা দ্বিবেদী সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, কেবল ২২ জানুয়ারি, প্রাণপ্রতিষ্ঠার দিনেই তাদের হাসপাতালে ৩৫ জন অন্তঃসত্ত্বা সন্তানের জন্ম দেবেন।
তিনি আরও জানিয়েছেন, অনেক অন্তঃসত্ত্বারই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল ২২ জানুয়ারির আগে এবং পরে। কিন্তু তারাও অনুরোধ করছেন যে, ‘পবিত্র দিন’ ২২ জানুয়ারিই তাদের অস্ত্রোপচার করা হোক। এ ক্ষেত্রে হবু মায়েরা চান, ‘পবিত্র দিনে’ তাদের কোল আলো করে আসুন ‘রামলালা’।
উত্তরপ্রদেশের কল্যাণপুরের বাসিন্দা মালতী দেবীও চান পূর্বনির্ধারিত ১৭ জানুয়ারির বদলে ২২ জানুয়ারি তার সন্তান পৃথিবীর আলো দেখুক। তার কারণ ব্যাখ্যা করে মালতী দেবী পিটিআই-কে বলেন, আমার আশা এই যে, ওই দিন জন্মগ্রহণ করলে আমার সন্তান রামলালার আশীর্বাদে জীবনে অনেক সাফল্য পাবে।
কিন্তু ওই চিকিৎসকদের মতে, যে ভাবে নির্দিষ্ট একটি তারিখে এত বিপুল সংখ্যক অন্তঃসত্ত্বা সন্তানের জন্ম দিতে চাইছেন, তা কার্যত নজিরবিহীন। তবে এই ধরনের অনুরোধে পুণ্যার্জনের নেশা থাকলেও প্রসূতি এবং সদ্যোজাতের শারীরিক পরিস্থিতি কী হবে, তা নিয়ে পরিবারের সদস্যরা কিছু ভাবেন না বলে অভিযোগ চিকিৎসকদের।