আর্কাইভ থেকে বাংলাদেশ

জয়ের ক্ষুধা নিয়ে ঢাকা টেস্ট শুরুর অপেক্ষা

জয়ের ক্ষুধা নিয়ে ঢাকা টেস্ট শুরুর অপেক্ষা

দ্বিতীয় টেস্টে সোমবার (২৩ মে) মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। দু’দিন বিশ্রামে থাকার পর দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে উভয় দল।

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা করা হয়েছিলো মেহেদী হাসান মিরাজকে নিয়েই। তবে দল ঘোষণার দিনই ডিপিএলে ফিল্ডিং করার সময় বাজেভাবে চোট পান মিরাজ। মাঠের বাইরে ছিটকে গেলে তার বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয় নাঈম হাসানকে।

তবে তার কিছু দিন পর আবারো স্কোয়াডে ডাকা হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। চট্টগ্রাম টেস্টের একাদশে অবশ্য সুযোগ মেলে শুধু নাঈমের। প্রথম ইনিংসে একাই লঙ্কানদের ৬ উইকেট শিকার করেন। তবে দ্বিতীয় ইনিংসে চোট পান। সেই চোট এখন মাঠের বাইরে ছিটকে ফেলেছে নাঈমকেও।

ফলে স্পিন বিভাগ নিয়েও এখন বেশ দুর্ভাবনায় পড়েছে বাংলাদেশ দল। মিরাজ বা নাঈমের ঘাটতি পোষাতে আপাতত ভরসা রাখা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর। মিরপুরে স্পিন বান্ধব উইকেটে মোসাদ্দেকই হবেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের সারথি।

চট্টগ্রাম টেস্ট ড্র করে ফিরেছে বাংলাদেশ। তবে ঢাকা টেস্টে অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ। ইনজুরি সমস্যায় সেরা একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। 

সেই সাথে ইনজুরিতে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। আগে থেকেই ইনজুরির কারণে দলে নেই মেহেদি মিরাজ ও তাসকিন আহমেদ। একাদশে পরিবর্তন আসছে সেটি নিশ্চিত। তবে মিরপুরের উইকেট হবে দ্বিতীয় টেস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

হাসিব মোহাম্মদ 

এ সম্পর্কিত আরও পড়ুন জয়ের | ক্ষুধা | নিয়ে | ঢাকা | টেস্ট | শুরুর | অপেক্ষা