এশিয়া

অযোধ্যার রামমন্দির উদ্বোধন করলেন মোদি

অযোধ্যার রামমন্দির উদ্বোধন করলেন মোদি
অবিস্মরণীয় মুহূর্তের মধ্যে দিয়ে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হল। আজ সোমবার (২২ জানুয়ারি) মূল যজমান হিসেবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেইসময় উচ্ছ্বাসে ফেটে পড়ে অযোধ্যা। টিভি এবং মোবাইলের পর্দায় সেই ঐতিহাসিক মুহূর্ত দেখতে পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন মন্দিরের বাইরে থাকা অসংখ্য মানুষ। একেবারে ঘড়ির কাঁটা ধরে সোমবার বেলা ১২ টা ৫ মিনিটে রামমন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করেন নরেন্দ্র মোদি। পুজো দেয়ার সময় যেমন ডালা থাকে, সেরকমই একটি ডালা ছিল প্রধানমন্ত্রীর হাতে। তারপর তিনি মন্দিরের ভেতরে ঢুকে যান। সেখানে পুরোহিতের হাতে ডালা তুলে দেন। তারপর তাকে ‘তিলক’ পরিয়ে দেয়া হয়। হাতজোড় করে পুজো-অর্চনা শুরু করেন। মন্ত্রপাঠ হতে থাকে। ছেটানো হয় শান্তিজল। সংকল্প করেন। তারপর রামমন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। যেখানে রামলালার মূর্তি রাখা হয়েছে। রামলালার মূর্তির নীচে বসে চূড়ান্ত রীতিনীতি এবং আচার পালন শুরু করেন। হাতে পদ্মফুল নিয়ে মন্ত্রোচ্চারণ করতে থাকেন। ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। চারজনই রামলালার মূর্তির পায়ে পদ্মফুল দেন। পায়ে হাত দিয়ে প্রণাম করেন মোদি। তারপর হাতজোড় করে প্রার্থনা সারেন। রামমন্দির উদ্বোধনের আগে ১১ দিনের ‘কঠিন ব্রত’ পালন করার কথা জানিয়েছিলেন মোদি। সোমবার রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হওয়ার পর গ্লাস থেকে চামচে করে তরল এক বস্তু খাইয়ে প্রধানমন্ত্রীর ব্রত ভাঙেন ট্রাস্টের গোবিন্দদাস গিরি মহারাজ।

এ সম্পর্কিত আরও পড়ুন অযোধ্যার | রামমন্দির | উদ্বোধন | মোদি