ক্রিকেট

দেশে ফিরছেন সাকিব, দেখা যেতে পারে সিলেট পর্বেই

দেশে ফিরছেন সাকিব, দেখা যেতে পারে সিলেট পর্বেই
ভারত বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান।  চলমান বিপিএলেও সেই সমস্যা দেখা দেওয়ায় বিপিএলের মাঝ পথেই সাকিবকে সিঙ্গাপুরে পাঠায় বিসিবি। সিঙ্গাপুর থেকে আজ বুধবার (২৪ জানুয়ারি) রাতেই দেশে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমনকি সিলেট পর্বেও রংপুর রাইডার্সের হয়ে তার খেলার কথা রয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি গণমাধ্যমকে জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, রাতেই দেশে ফিরছেন সাকিব। এরপর যোগ দেবেন সিলেট পর্বে। এই মুহূর্তে অপারেশনের প্রয়োজন পড়ছে না তার। সাকিব আপাতত নন-সার্জিক্যাল কাজগুলো চালিয়ে যাবেন।          

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | ফিরছেন | সাকিব | দেখা | যেতে | পারে | সিলেট | পর্বেই