দেশজুড়ে

ভিসির নির্দেশ, নেকাব পরা সেই ছাত্রীর ভাইভা নেবেন শিক্ষকরা

ভিসির নির্দেশ, নেকাব পরা সেই ছাত্রীর ভাইভা নেবেন শিক্ষকরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেই ছাত্রীকে বিভাগের পক্ষ থেকে ভাইভায় ডাকা হয়েছে। নেকাব না খোলায় সেমিস্টার ফাইনালের ভাইভা না নেয়া ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ করে নেকাব না খুলেই ভাইভার জন্য ডাকা হয়েছে । গেলো সোমবার (২২ জানুয়ারি) উপাচার্য ওই বিভাগের শিক্ষকদের ডেকে ভাইভা নেয়ার নির্দেশ দেন বলে জানা গেছে। পরে বিভাগের পক্ষ থেকে ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ করে নেকাব না খুলেই ভাইভা নেয়ার আশ্বাস দেয়া হয়। শনিবার (২৭ জানুয়ারি) ওই ছাত্রীর ভাইভা নেয়া হবে। বিভাগীয় সভাপতি শিমুল রায় ভাইভায় ডাকার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, ‘উপাচার্যের নির্দেশে তাকে ভাইভার জন্য ডাকা হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গেও কথা বলেছি। তার ক্যাম্পাসে আসতে দেরি হওয়ায় শনিবার ভাইভা নেয়া হবে।’ এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘বিভাগের পক্ষ থেকে একজন ম্যাম আমাকে ফোন দিয়েছিলেন। তিনি শনিবার ভাইভার জন্য যেতে বলেছেন। নেকাব পরেই ভাইভা দিতে দেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। আমি বাসা থেকে ক্যাম্পাসে এসেছি। শনিবার ভাইভা দেবো।’ গেলো ১৩ ডিসেম্বর বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভাইভায় নেকাব না খোলায় ভাইভা বোর্ডের শিক্ষকরা ভাইভা না নিয়েই ওই ছাত্রীকে বের করে দেন। পরবর্তী সময়ে নেকাব না খুললে ভাইভা নেওয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়। বিষয়টি প্রকাশ্যে এলে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রশাসনকে স্মারকলিপি দেয়া হয়। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ভিসির | নির্দেশ | নেকাব | পরা | ছাত্রীর | ভাইভা | নেবেন | শিক্ষকরা