জাতীয় পার্টি

জাতীয় পার্টির ৬৬৮ নেতাকর্মী যে কারণে দল ছাড়লেন

জাতীয় পার্টির ৬৬৮ নেতাকর্মী যে কারণে দল ছাড়লেন
জাতীয় পার্টি ছেড়েছেন ঢাকা মহানগরীর ৯ থানার ৬৬৮ নেতাকর্মী। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরৃদ্ধে দলকে ধ্বংস করে দেয়ার অভিযোগ তুলে তারা দল ছাড়নে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণপদত্যাগ উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু। তিনি বলেন, ‘জাতীয় পার্টিতে যে হারে বহিষ্কার, অন্যায়-অত্যাচার করে আসছেন চেয়ারম্যান জিএম কাদের। তার এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আজকের এই গণপদত্যাগ কর্মসূচি।’ শফিকুল ইসলাম বলেন,‘জিএম কাদের মনে করেন জাতীয় পার্টি একটা মুদি দোকান। সকালে আসেন সন্ধ্যায় বের হন। সকালে দোকান খুলে সারা দিন দোকানদারি করে সন্ধ্যায় হিসাব নেন, নিয়ে বেরিয়ে যান। তিনি লাড্ডুর মতো ঘুরতেছেন। সুতা মহাসচিবের হাতে আর কাদের লাড্ডুর মতো ঘুরতেছেন। জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমরা পল্লিবন্ধু এরশাদের আদর্শ নিয়ে এগিয়ে যাব। আমরা অল্প সময়ের মধ্যে আবার জাতীয় পার্টিকে পুনরুজ্জীবিত  করব।’ পদত্যাগ করা নেতাকর্মীদের অভিযোগ, দলীয় চেয়ারম্যান হওয়ার আগ থেকে তিনি এককভাবে নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা ও মিডিয়ায় দেওয়া বিভিন্ন বিবৃতিতেও একই কথা বলেছিলেন। সরকারবিরোধী বিভিন্ন গরম গরম কথায় আমরা তার ওপর আস্থাশীল হয়ে উঠেছিলাম। নির্বাচন ঘনিয়ে আসতেই বুঝতে পেরেছিলাম নিজের স্বার্থ রক্ষায় সরকারের সঙ্গে গোপন আঁতাত করেছেন তিনি। ৩০০ আসনে প্রার্থী মনোনীত করেছিলেন। কিন্তু ২৬ আসনের বিনিময়ে তিনি দলকে আওয়ামী লীগের কাছে বিক্রি করে দিয়েছেন। ফলে নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় | পার্টির | ৬৬৮ | নেতাকর্মী | কারণে | দল | ছাড়লেন