দেশজুড়ে

স্কাউটস রোভার অঞ্চলের ৫০ বছর পূর্তিতে ডে-ক্যাম্প অনুষ্ঠিত

স্কাউটস রোভার অঞ্চলের ৫০ বছর পূর্তিতে ডে-ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী রোভার মুট আগামী  ১-৫ মার্চ ২০২৪ রোভার পল্লী বাহাদুরপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে। এর পূর্ব প্রস্তুতি হিসাবে একযোগে বাংলাদেশের ৬৪টি জেলার মতো পাবনাতেও একদিনের ডে-কাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে উক্ত ডে ক্যাম্প উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা রোভারের কোষাধ্যক্ষ অধ্যক্ষ আব্দুল মতীন খান। অনুষ্ঠানে জেলার রোভারের কমিশনার মোঃ আশরাফ আলী এবং সম্পাদক প্রফেসর মোঃ বেলাল হোসেন, দুই সাব ক্যাম্পের চীপ ড. মোঃ শফিকুল ইসলাম এবং প্রফেসর মোঃ নুরুল আলম উপস্থিত ছিলেন। ডে ক্যাম্পে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ, মুক্ত দলসহ ১৭ টি দল এবং ২৫ জন আর এস এল অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন চ্যালেঞ্জ, হাইকিং,তাবুজলসার আয়োজন করা হয়। 'সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার' এই শ্লোগানকে সামনে রেখে রোভারগণ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন। সন্ধ্যার পর ভিডিও প্রদর্শনীর মাধ্যমে দিনের কর্মসূচি আড়ম্বরপূর্ণ ভাবে পরিসমাপ্তি হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন স্কাউটস | রোভার | অঞ্চলের | ৫০ | বছর | পূর্তিতে | ডেক্যাম্প | অনুষ্ঠিত