জাতীয় পার্টি

জাতীয় পার্টির রওশনপন্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় পার্টির রওশনপন্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের একদিন পর এ নতুন কর্মসূচি আসলো। আগামী ২ মার্চ (শুক্রবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করার ঘোষণা দিয়েছে রওশনপন্থীরা। সোমবার  জাতীয় পার্টির একাংশের মহাসচিব মামুনুর রশীদ এই কর্মসূচি ঘোষণা করেন। জিএম কাদের ও চুন্নুকে বহিষ্কার এর প্রেক্ষিতে রওশন এরশাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো- চেয়ারম্যান হওয়ায় তিনি  কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এসময়ে নতুন মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশিদের নাম ঘোষণা করেন তিনি। একই সাথে দলের বহিষ্কার ও প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। প্রসঙ্গত, এর আগে এরশাদপত্নি দাবি করেন  নেতাকর্মীদের অনুরোধে তিনি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় | পার্টির | রওশনপন্থীদের | নতুন | কর্মসূচি | ঘোষণা