দেশজুড়ে

সরকারকে বিব্রতকর করতেই চালের দাম বৃদ্ধি : ভোক্তার ডিজি

সরকারকে বিব্রতকর করতেই চালের দাম বৃদ্ধি : ভোক্তার ডিজি
সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতেই অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানো হয়েছে। যারা চালের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। রোজায় যাতে নিত্যপণ্যের দাম না বাড়ে সেজন্য চাল, ডাল, তেল, ছোলা, চিনি, খেজুরের পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে। বললেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ঝালকাঠি জেলা শহরের কয়েকটি চাল এবং ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দোকান মনিটরিং শেষে সাংবাদিকদের  এসব কথা বলেন তিনি। সফিকুজ্জামান বলেন, হঠাৎ করে ডিসেম্বরের পরে চালে দাম বেড়ে গেছে। এটি উত্তরাঞ্চলের মিলগুলো থেকে করা হয়েছে। মিল মালিকরা বলতে চাইছেন ধানের দাম বেড়ে যাওয়ায় তারা এটি করেছে। তবে ধানের দাম বাড়লেও সেই ধানের চাল বাজারে আসার কথা বৈশাখ মাসে। কিন্তু একটি অসাধু চক্র এর আগেই দাম বাড়িয়েছে। এখন বাজারে যে চাল পাওয়া যাচ্ছে তা তিন মাস আগের চাল। খোলা তেল সম্পর্কে তিনি বলেন, খোলা তেল পরিহার করতে হবে, বোতল-জাত তেলের মধ্যে ভিটামিন এ পাওয়া যাচ্ছে, তাই বোতল-জাত করা তেল কিনতে হবে। খোলা তেল কোথা থেকে আসছে, কোন কোম্পানির তা শনাক্ত করা যাচ্ছে না। তাই কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো, তাও বোঝা যাচ্ছে না। ভোক্তার ডিজি আরও বলেন,  খোলা তেল তারা মার্কেট থেকে উঠিয়ে নিবেন। কারণ এতে স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি আছে। প্রসঙ্গত, বাজার মনিটরিংয়ের সময় ভোক্তার ডিজির  সঙ্গে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারকে | বিব্রতকর | করতেই | চালের | দাম | বৃদ্ধি | | ভোক্তার | ডিজি