আর্কাইভ থেকে বাংলাদেশ

৪৪তম বিসিএসের প্রার্থীর সংখ্যা ৫৪ দেশের জনসংখ্যার চেয়েও বেশি

৪৪তম বিসিএসের প্রার্থীর সংখ্যা ৫৪ দেশের জনসংখ্যার চেয়েও বেশি

আজ শুক্রবার (২৭ মে) ছিলো দেশের ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। দেশের সব বিভাগে একযোগে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। ২০০ নম্বরের এই পরীক্ষা ছিল দুই ঘণ্টাব্যাপী।

৪৪তম এ বিসিএসে মোট পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। এ বিশাল সংখ্যক চাকুরি প্রত্যাশী লড়েছেন ১ হাজার ৭১০টি পদের বিপরীতে।

৪৪তম বিসিএস পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীর সংখ্যা বিশ্বের ৫৪টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার চেয়েও বেশি। বিশ্বের ২৩৫টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার তালিকা রয়েছে ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যানে। এরমধ্যে আইসল্যান্ড থেকে শুরু করে সবশেষ হলি-সি পর্যন্ত মোট ৫৪টি দেশ ও দ্বীপের প্রতিটির জনসংখ্যা সাড়ে তিন লাখেরও কম।

এই তালিকায় ১৮১ নম্বরে থাকা দেশ আইসল্যান্ডে জনসংখ্যা তিন লাখ ৪৫ হাজার ৪৯৯ জন। আর ২৩৫ নম্বরে থাকা হোলি-সি’র জনসংখ্যা মাত্র ৮০৫ জন।

এছাড়াও উল্লেখ্যযোগ্য দেশ ও অঞ্চলের মধ্যে টোকেলাউয়ের জনসংখ্যা ১৩শ’ ৫৭ জন, সেন্ট হেলেনার জনসংখ্যা ৬হাজার ৭৭ জন, নাউরুর জনসংখ্যা ১০ হাজার ৮২৪ জন, টোঙ্গার জনসংখ্যা এক লাখ ৫ হাজার ৬৯৫ জন, কিরিবাতির জনসংখ্যা এক লাখ ১৯ হাজার ৪৪৯জন, বার্বাডসের জনসংখ্যা দুই লাখ ৮৭ হাজার ৩৭৫ জন। বাকী দেশগুলো জনসংখ্যাও এর কাছাকাছি।

এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। সেই হিসাবে এবার প্রতি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা ২০৫।

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেয়া হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন ৪৪তম | বিসিএসের | প্রার্থীর | সংখ্যা | ৫৪ | দেশের | জনসংখ্যার | চেয়েও | বেশি