জাতীয় পার্টি

লেজুরবৃত্তিকারীদের এবার মনোনয়নই দেইনি: চুন্নু

লেজুরবৃত্তিকারীদের এবার মনোনয়নই দেইনি: চুন্নু
জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ১১ জন হলেও তারা আন্তরিক থাকলে এটাই যথেষ্ট। আমরা অপ্রয়োজনীয় কথা বলব না। যারা লেজুরবৃত্তি করে, তাদের এবার আমরা মনোনয়নই দেইনি। আমাদের ১১ জনই অনেক শক্তিশালী। বললেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মো. মুজিবুল হক চুন্নু বলেন, সরকারকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করবো। এজন্য জাতীয় পার্টি আগে থেকেই প্রস্তুত। তিনি আরও বলেন, স্বতন্ত্রদের সমালোচনা করার নৈতিক সাহস আছে কিনা এ নিয়ে সংশয় আছে। কারণ অপ্রিয় হওয়ার শঙ্কা রয়েছে। রওশনপন্থীদের বিষয়ে চুন্নু বলেন, তাদের কার্যক্রম পাগলামি ছাড়া কিছুই নয়। উপনির্বাচনের সময় তারা যে কাজ করেছেন, এখনও সেটিই করছেন। তারা দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো করছেন। তাদের আমরা দলে ডাকব না। দুষ্টু লোক আমাদের প্রয়োজন নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন লেজুরবৃত্তিকারীদের | এবার | মনোনয়নই | দেইনি | চুন্নু