পিরোজপুরের কাউখালীতে চালককে হত্যা করে ভ্যান চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় ছাইদুল ইসলাম মোল্লা ওরফে সাইফুল (২৬) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ওই ঘটনায় জড়িত আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় দেন। এসময়ে আদালতে তিন আসামি উপস্থিত ছিলেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, মৃত্যুদণ্ড ছাড়াও আসামি ছাইদুলকে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজা পাওয়া অপর তিন আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন সঞ্জয় চন্দ্র দেবনাথ (৪৯), শেখ মাইনুল হাসান জামাল (২৭) ও পল্টু কুমার দাস পল্টন (২৮)।
মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ জুলাই কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আ. ছালেক সরদারের বাড়ির পেছনে একই গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের পানের বরজের পশ্চিম পাশের নালার পানিতে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই কাউখালী থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) দীপক কুমার বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে এ ঘটনায় ২০১৮ সালের ২৫ জানুয়ারি কাউখালী থানা পুলিশের এসআই মো. জলিল আহম্মেদ চারজনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, অজ্ঞাত ওই মরদেহ মিজান শেখ মানিকের। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যান চালক ছিলেন। ঘটনার দুই দিন আগে অর্থাৎ ২০১৭ সালের ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামিরা শেখ মানিককে কৌশলে ঘটনাস্থলে নিয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ নালার পানিতে ফেলে দেয় এবং ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
প্রসঙ্গত, ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন। আসামিদের মধ্যে পল্টু কুমার দাস পল্টন পলাতক রয়েছেন।