জাতীয়

তিস্তাসহ যেসব বিষয়ে ভারতের সাথে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী

তিস্তাসহ যেসব বিষয়ে ভারতের সাথে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দুই দেশের আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধি, বিদ্যুৎ খাতে সহযোগিতা, সীমান্ত, ভিসা জটিলতা এবং তিস্তা পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আগের চুক্তি অনুসারে ভারত চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। তিনি বলেন, তিস্তা নিয়ে চীনের প্রকল্পের বিষয়ে কোন আলোচনা হবে কি না; তা এখন বলা যাচ্ছে না। কারণ এজেন্ডাগুলো নিয়ে এখনো কাজ হচ্ছে। যদি ভারত এ বিষয়ে বাংলাদেশের কাছে কিছু জানতে চায়, তখন তারা বিষয়টি ভেবে দেখবেন। বাংলাদেশ বিনা ফি তে ভারতকে বন্দর ব্যবহারের অনুমতি দিচ্ছে কি না- জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, ‘ভারত যাতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারে, সেজন্য ২০১৮ সালে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে নৌপরিবহন মন্ত্রণালয়। এ মুখপাত্র বলেন, লিবিয়াতে আটক আরও ১৩৯ জন বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া সীমান্তে গুলিতে বিজিবির সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। সোহেলী সাবরিন বলেন, রাখাইনের চলমান সংঘাত তাদের আভ্যন্তরীণ বিষয়। এতে যেন বাংলাদেশে কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে। প্রসঙ্গত, আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ভারত সফরে যাবেন ড. হাছান মাহমুদ। এটিই হবে তার জন্য প্রথম কোনো দ্বিপাক্ষিক সফর।

এ সম্পর্কিত আরও পড়ুন তিস্তাসহ | যেসব | বিষয়ে | ভারতের | সাথে | আলোচনা | করবেন | পররাষ্ট্রমন্ত্রী