বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, আটক ২

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, আটক ২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। রোববার (৪ ফেব্রুয়ারি)  দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার। তিনি জানান, গেলো বছরের ১৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের  ইমেইলে প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যার হুমকি দিয়ে একটি ইমেইল আসে। সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল প্রযুক্তিগত বিশ্লেষণের পর ইমেইল প্রেরককে শনাক্ত করতে সক্ষম হয় এবং হুমকি বার্তা পাঠানো ব্যক্তিকে দীন ইসলাম বাদল বলে শনাক্ত করে। হুমকি বার্তা প্রদানকারীর ইন্টারনেট (আইপি) অ্যাকটিভিটি পর্যালোচনা করে তার অবস্থান সৌদি আরবে বলে জানা যায়। এর প্রেক্ষিতে , ২০২৩ সালের ২০ এপ্রিল সিটিটিসি রমনা থানায় একটি মামলা করে। সিটিটিসি প্রধান জানান, দীর্ঘ প্রক্রিয়ার পর এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত শেষে গত ২৯ জানুয়ারি সৌদি আরব সরকার দীন ইসলামকে তার সহযোগী কবির হোসেনসহ আটক করে বাংলাদেশে পাঠালে তাদের হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গ্রেফতারকৃত দীন ইসলাম ও কবির হোসেনকে রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধানমন্ত্রীকে | হত্যার | হুমকি | আটক | ২