বাংলাদেশ

শুল্ক বিভাগ থেকে সোনা চুরি : প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

শুল্ক বিভাগ থেকে সোনা চুরি : প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় দায়ের করা মামলায় ২১ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন এ তারিখ দেয় আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন। আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার, যার ওজন ৮.০২ কেজি ও ২০২০ থেকে ২০২৩ সালে বিভিন্ন সময়ে আটক ৩৮৯টি ডিএম বার, যার মোট ওজন ৪৭.৪৯ কেজি সোনা আলমারির লকার ভেঙে চুরি হয়েছে। গেলো ২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে পরদিন সকাল ৮টা ৩০ এর মধ্যে কে বা কারা বর্ণিত সোনার বার ও স্বর্ণালংকার গোডাউন থেকে স্টিলের আলমারির লকার ভেঙে চুরি করেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি। এখন পর্যন্ত মামলাটিতে গ্রেপ্তারকৃত  ৮ জন হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন। প্রসঙ্গত, শুল্কের গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে।

এ সম্পর্কিত আরও পড়ুন শুল্ক | বিভাগ | সোনা | চুরি | | প্রতিবেদন | দাখিলের | তারিখ | পেছালো