জাতীয়

আহমদ কায়কাউসের বিশ্বব্যাংকের নিয়োগ বাতিল

আহমদ কায়কাউসের বিশ্বব্যাংকের নিয়োগ বাতিল
বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ের বিকল্প নির্বাহী পরিচালক পদে আহমদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মেয়াদ পূরণ হতে তার বাকি এখনও প্রায় দুই বছর। এই নিয়োগ বাতিল চেয়ে ইতোমধ্যে সরকারের কাছে আবেদন করেছিলেন কায়কাউস। বুধবার (৭ ফেব্রুয়ারি) তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে কী কারণে এই চুক্তি বাতিল করা হয়েছে, তা বলা হয়নি প্রজ্ঞাপনে। ২০২২ সালের ৭ ডিসেম্বরে তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আহমদ কায়কাউস। এই হিসাবে ৩৬ মাসের মধ্যে তিনি দায়িত্ব পালন করলেন ১৩ মাস। আহমদ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান। মেয়াদ শেষে তিনি বিশ্বব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পান।

এ সম্পর্কিত আরও পড়ুন আহমদ | কায়কাউসের | বিশ্বব্যাংকের | নিয়োগ | বাতিল