ক্রিকেট

চট্টগ্রামকে রানের পাহাড় ছুড়ে দিলো রংপুর

চট্টগ্রামকে রানের পাহাড় ছুড়ে দিলো রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলায় শুরুতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে তুলেছে রংপুর। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে উত্তরবঙ্গের দলটি। শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করতে নেমে রংপুরের দুই ওপেনার রনি তালুকদার ও রেজা হেনড্রিকস মিলে দারুণ সূচনা করেন। দলীয় ৬১ রানে ১৭ বলে ২৪ করে রনি ফিরে যান। এরপর তিনে নেমে ১৬ বলে ২৭ রান করে আউট হন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের বিদায়ের পর ৪১ বলে ৫৮ রান করে ফিরে যান হেনড্রিকস। শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ২১ বলে ৩১ রানের সাথে জেমস নিশামের ২৬ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে ২১১ রানের বিশাল সংগ্রহ পায় রংপুর।

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামকে | রানের | পাহাড় | ছুড়ে | দিলো | রংপুর