ক্রিকেট

তামিমের পর যে রেকর্ড গড়লেন সাকিব

তামিমের পর যে রেকর্ড গড়লেন সাকিব
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে নেমে দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে সাত হাজার রান পূর্ণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। যেই রেকর্ড তিনি ছুঁলেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে। এর আগে এই রেকর্ড গড়েন তামিম ইকবাল। সাত হাজার থেকে মাত্র ৪৬ রান দূরে থাকা অবস্থায় এবারের বিপিএল শুরু করেছিলেন সাকিব। চোখের সমস্যায় শুরুর দিকের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে তেমন ফল না পাওয়ায় সপ্তম ম্যাচে এসে তিনি পেয়েছেন কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা। ৪২২ ম্যাচে ৩৮৭ ইনিংসে ব্যাট করে সাকিবের রান সংখ্যা এখন ৭ হাজার ১৯। ফিফটি আছে ২৯ ম্যাচে। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে রংপুরের বিপক্ষে করা অপরাজিত ৮৯ রান তার সর্বোচ্চ। সাকিবের আগে সাত হাজার রান করা তামিম ২৫৫ ম্যাচের ২৫৪ ইনিংসে করেছেন ৭ হাজার ৩৮৬ রান। ৪৬টি ফিফটির সঙ্গে আছে ৪টি সেঞ্চুরি। মিরপুর শেরে বাংলায় ৭ হাজার রান ছোঁয়ার পাশাপাশি ৪০০ উইকেটের 'ডাবল' পূর্ণ করলেন সাকিব। বিশ্ব ক্রিকেটে ডাবলের এই কীর্তি আছে শুধু আন্দ্রে রাসেলের। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্যাটিংয়ে ৭ হাজার ৯৯২ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ৪২৪ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন তামিমের | রেকর্ড | গড়লেন | সাকিব