আর্কাইভ থেকে এশিয়া

রাশিয়ায় 'মাসলেনিৎসা'র সমাপ্তি

রাশিয়ায় 'মাসলেনিৎসা'র সমাপ্তি

শীতকে বিদায় জানাতে রাশিয়ায় উদযাপিত হয়ে গেলো বার্ষিক 'মাসলেনিৎসা' উৎসব। উৎসবকে ঘিরে দেশটির ইউরিয়েভ পলস্কি শহরে ছিল বর্ণাঢ্য আয়োজন। এ উপলক্ষে সপ্তাহ ঘিরে রাশিয়ায় ছিল উৎসবের আমেজ।

শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে রাজধানী মস্কো থেকে ১৭০ কিলোমিটার দূরে ইউরিয়েভ-পলস্কি শহরের বাসিন্দারা। শোভাযাত্রায় শিশু থেকে বয়স্ক সবাই নানা রঙের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেয়। এছাড়া বিভিন্ন ঐতিহ্যবাহী খেলারও আয়োজন করা হয়েছে। মাসলেনিৎসার প্রতিমূর্তি পোড়ানোর মাধ্যমে শেষ হয় উৎসব।

প্রতিমূর্তি পোড়ানোর মাধ্যমে শীতের শেষ চিহ্ন মুছে যাবে এবং এটির ধ্বংসাবশেষ মাটির উর্বরতা বাড়িয়ে শরতে ভালো ফসল দেবে বলে বিশ্বাস করে রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা।

পৌত্তলিক আচার হিসেবে শুরু হওয়া এ উৎসব ইস্টার সানডের আগে প্রতি বছর পালন করে থাকে রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়ায় | মাসলেনিৎসার | সমাপ্তি