মিয়ানমার থেকে ছোড়া গোলায় হতাহত বাংলাদেশি নাগরিকদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি মিয়ানমার সীমান্তে সরকারি বাহিনী ও আরাকান আর্মীর মধ্যে চলা সংঘর্ষের জেরে বাংলাদেশের অভ্যন্তরেও গোলা এসে পড়ে। এতে একজন নিহতসহ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হতাহতদের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জের ধরে মায়ানমার থেকে ছোড়া মর্টারশেল ও গ্রেনেড বিস্ফোরণে বাংলাদেশি এক নারী নিহত এবং কয়েকজন আহত হন। জানা যায়, নিহত ও আহতদের পরিবারের সবাই অসহায় ও হতদরিদ্র। আহতদের অনেকেই অর্থাভাবে যথাযথ চিকিৎসা করাতে পারছেন না। এমনকি এখন পর্যন্ত তাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি।
বিষয়টি জানার পরে, বিজিবি মহাপরিচালকের নির্দেশে গতকাল রোববার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আহত আনোয়ারুলকে দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান।
তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
অর্থসহায়তা প্রদান করছে বিজিবি
বিজিবি আরও জানায়, বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার নিহত নারী হোসনে আরা ও তাঁর আহত ২ নাতি-নাতনিকে দেখতে যান বিজিবি অধিনায়ক। এসময়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানায় বিজিবি। একই সাথে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।
প্রসঙ্গত, মিয়ানমার থেকে ছোড়া গোলায় বাংলাদেশে আশ্রিত এক রোহিঙ্গা নাগরিকও নিহত হয়েছেন।