আর্কাইভ থেকে বাংলাদেশ

মেসির গোল উৎসবের রাতে পিছিয়ে ছিলেন না রোনালদো

মেসির গোল উৎসবের রাতে পিছিয়ে ছিলেন না রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে সুইজারল্যান্ড প্রিয়  প্রতিপক্ষ মনে হয়! কারণ গতরাতের ম্যাচে আবারো জ্বলে উঠলেন তিনি। করলেন জোড়া গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন একটি। সেইসাথে অধিনায়কের নৈপুণ‍্যে সুইসদের গুঁড়িয়ে দিয়ে উয়েফা নেশন্স লিগের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেলো পর্তুগাল।

লিসবনে রোববার রাতে  (০৬ জুন) ‘এ’ লিগের দ্বিতীয় গ্রুপের ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। তাদের অন্য দুই গোলদাতা উইলিয়াম কারবাইয়ো ও জোয়াও কানসেলো।

তিন বছর আগে ঠিক এই দিনেই রোনালদোর হ্যাটট্রিকে কপাল পুড়েছিলো সুইসদের। সেদিন নেশন্স লিগের প্রথম আসরের ফাইনালসের শেষ চারে ৩-১ গোলে জিতেছিলো পর্তুগাল। 

রোনালদোর হ্যাটট্রিক হতে পারতো এদিনও। তবে অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করেন তিনি। অধিনায়ক ছাড়া অন্যরাও কাজে লাগাতে পারেননি বেশ কিছু নিশ্চিত সুযোগ, নইলে ব্যবধান হতো আরো বড়।

গত সপ্তাহে আসরে প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ ড্র করেছিলো পর্তুগাল। আর চেক রিপাবলিকের বিপক্ষে হেরেছিলো সুইজারল্যান্ড। দুই দলই এদিন দলে ছয়টি করে পরিবর্তন আনে।

সাত মিনিটের মধ্যে হ্যাটট্রিকও হতে পারতো তার। তবে কানসেলোর ছয় গজ বক্সে বাড়ানো পাসে রোনালদোর টোকায় পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল। বিরতির আগে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

এদিন গ্রুপের আরেক ম্যাচে চেক রিপাবলিকের মাঠে ২-২ ড্র করেছে লুইস এনরিকের দল স্পেন।

গ্রুপ পর্বে দুই রাউন্ড শেষে পর্তুগাল ও চেক রিপাবলিকের পয়েন্ট সমান ৪ করে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রোনালদোরা।

২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেন। সুইসদের পয়েন্ট শূন্য।

হাসিব মোহাম্মদ
 

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | গোল | উৎসবের | রাতে | পিছিয়ে | ছিলেন | রোনালদো