দেশজুড়ে

সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই

সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই
সিনিয়র সাংবাদিক ও দৈনিক রূপালী বাংলাদেশের বিশেষ প্রতিনিধি লায়েকুজ্জামান আর নেই। মৃত্যুকালে তা্র বয়স হয়েছিল ৬০ বছর। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার  রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক লায়েকুজ্জামান রাজধানীর বনানীতে অবস্থিত রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। পরে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন। আগামীকাল ১৮ ফেব্রুয়রি  সকাল সাড়ে ১০টায় ডিআরইউতে ও বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। সাংবাদিক লায়েকুজ্জামান জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ছিলেন। এছাড়া তিনি কর্ম জীবনে দৈনিক মানবজমিন, কালের কণ্ঠ, সকালের খবরে কর্মরত ছিলেন। এছাড়া কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিন দর্পণ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধিও ছিলেন তিনি। উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত; ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ সাংবাদিক নেতা ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকবৃন্দ শোক জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সাংবাদিক | লায়েকুজ্জামান | আর | নেই