আন্তর্জাতিক

জান্তাদের আরও একটি ঘাঁটি দখলে নিলো আরাকান আর্মি

জান্তাদের আরও একটি ঘাঁটি দখলে নিলো আরাকান আর্মি
মিয়ানমারের মংডুতে আরও একটি জান্তা ঘাঁটি দখলে নেয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মি। গেলো ১৯ ফেব্রুয়ারি রাখাইন রাজ্যের মংড়ু এলাকার পা ইয়োন তাং গ্রামে অবস্থিত এ সামরিক আউটপোস্ট দখল করে আরাকান আর্মি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আরাকান আর্মির বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম দ্যা ইরাবতী। প্রতিবেদনে বলা হয়, গেলো ১৯ ফেব্রুয়ারি সকাল ৭ টায় মংডুর ওই সামরিক পোস্টে আক্রমণ করে আরাকানা আর্মি। টানা ৯ ঘন্টা লড়াই চালিয়ে এ ঘাঁটি দখল করে তাঁরা। এসময়ে মিয়ানমার সরকারি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আরাকান আর্মি। এসময়ে ১০ সেনার মৃতদেহ উদ্ধারকরে বিদ্রোহীরা। দখলকৃত ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পতাকা হাতে আরাকান আর্মির সদস্যরা ইরাবতি আরও জানায়, ঘাটি রক্ষার জন্য দফায় দফায় বিমান হামলা ও কামানের গোলা নিক্ষেপ করে মিয়ানমারের সেনারা। কিন্তু এতে শেষ রক্ষা হয়নি। আরাকান বিদ্রোহীরা জানিয়েছে, তাঁরা ওই ঘাটি থেকে পালিয়ে যাওয়া মিয়ানমার সেনাদের খোজে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত, রাখাইন রাজ্যের মংডু বাংলাদেশের টেকনাফ সীমান্তের খুব কাছে অবস্থিত। গতকাল সকালে ওই এলাকায় শুরু হওয়া গোলাগুলিতে টেকনাফ শাহপরীর দ্বীপের জেটি বন্ধ করে দেয় বিজিবি।    

এ সম্পর্কিত আরও পড়ুন জান্তাদের | আরও | ঘাঁটি | দখলে | নিলো | আরাকান | আর্মি