বিএনপি

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আলাল

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আলাল
সাড়ে তিন মাসের বেশি সময় কারাভোগের পর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন। সব মামলায় জামিন পাওয়ার পর কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান। বুধবার (২১ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগার থেকে বিকেল চারটার দিকে তিনি মুক্তি পান। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) আমিরুল ইসলাম। বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ১৮ ফেব্রুয়ারি তার মক্কেল মোয়াজ্জেম হোসেন সাজা হওয়া মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান। এর আগে পৃথক চারটি মামলায় মোয়াজ্জেম জামিন পেয়েছিলেন। সব মামলায় জামিন পাওয়ার পর আজ বুধবার বিকেলে তিনি কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান। উল্লেখ্য, গেলো ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুরিশ। পরদিন তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। রিমান্ড শুনানিতে সেদিন মোয়াজ্জেম আদালতকে জানিয়েছিলেন, তিনি কিডনি রোগে ভুগছেন। পরে গত বছরের ৩১ ডিসেম্বর পুরোনো একটি মামলায় মোয়াজ্জেমের তিন বছর কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারি কারাগার থেকে ছাড়া পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর ১৯ ফেব্রুয়ারি জামিনে কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ছাড়া সম্প্রতি বিএনপির নেতাদের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর বিএনপির উত্তরের সদস্যসচিব আমিনুল হক এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন জামিনে | মুক্তি | পেলেন | বিএনপি | নেতা | আলাল