দেশজুড়ে

পুরো বাংলাদেশ জানে আমি উন্নয়ন করিনি: মেয়র বেবি

পুরো বাংলাদেশ জানে আমি উন্নয়ন করিনি: মেয়র বেবি
নীলফামারীর সৈয়দপুরে পৌর এলাকার রাস্তা সংস্কারের দাবিতে প্রতীকি অনশন করেছেন স্থানীয়রা। এতে পৌর মেয়র রাফিয়া জাহান বেবি ক্ষমতায় থেকে কোন উন্নয়ন করেনি বলে দাবি স্থানীয়দের। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ওয়াপদা মোড় থেকে তামান্না মোড় পর্যন্ত বেহাল সড়ক সংস্কা‌রের দাবীতে প্রতীকি অনশন করা হয়। এসময় বক্তারা বলেন, মেয়র রাফিয়া জাহান বেবি দায়িত্ব নেয়ার তিন বছর পেরিয়ে গেলেও শহরের কোনো উন্নয়ন করেনি। এতে চরম ভোগান্তিতে জনসাধারণ। কয়েক দফায় মানববন্ধন অবরোধ করলেও মিলেনি প্রতিকার। পৌরসভার আয় হচ্ছে, ট্যাক্স বাড়ানো হয়েছে, নকশা অনুমোদনে মোটা অঙ্কের টাকা নেয়া হচ্ছে, হাজার হাজার অটোরিকশার লাইসেন্স ফি বাড়ানো হয়েছে, রিকশার ফি বাড়ানো হয়েছে। এ আয় থেকে কোটি কোটি টাকা যায় কোথায়। অতি দ্রুত রাস্তা সংস্কার না করলে মেয়রের পদত্যাগের দাবি জানায় স্থানীয়রা। এসময় বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এবিষয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিয়া জাহান বেবির সাথে কথা হলে তিনি বলেন, উন্নয়ন না করলে মানববন্ধন করবেই। সেটা পুরো বাংলাদেশ জানে আমি উন্নয়ন করিনি। উন্নয়ন না করলে কাজ না করলে আমাকে পদত্যাগ করতেই হবে তাতে সমস্যা কি।

এ সম্পর্কিত আরও পড়ুন পুরো | বাংলাদেশ | জানে | উন্নয়ন | করিনি | মেয়র | বেবি