‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। শুধু অভিনেত্রী হিসেবে নন, বরং প্রযোজক হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। করণ জোহারের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন বলি অভিনেত্রী আলিয়া ভাট ।
এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত।
সিংহভাগ প্রযোজকরা যখন বক্স অফিসের নম্বর নিয়ে মাথা ঘামান কিংবা বক্স অফিসের ইঁদুর দৌড়ে শামিল হন, তখন আলিয়া ভাট কিন্তু চিরাচরিত পথে হাঁটলেন না। বরং প্রযোজক হিসেবে কন্টেন্টকেই রাজার সিংহাসনে বসিয়েছেন আলিয়া। তার প্রযোজনা সংস্থা এটারনাল সানসাইন প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি হয়েছে ‘পোচার’-এর মতো সিরিজ। যা কিনা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। একজন পশুপ্রেমী হওয়ার সুবাদে দেশের হাতিমৃত্যু ভাঁজ ফেলেছে আলিয়া ভাটের কপালেও। আর সেই ভাবনা থেকেই সমাজ, প্রশাসনকে নাড়া দিতে তিনি টাকা ঢেলেছেন ডকু সিরিজ ‘পোচার’-এর নেপথ্যে। যা কিনা একজন জনপ্রিয় কমার্শিয়াল নায়িকার প্রযোজক হিসেবে নিঃসন্দেহে সাহসী একটা পদক্ষেপ।
হাতির দাঁত পাচার নতুন ঘটনা নয় ভারতে। বছরের পর বছর ধরে শুধুমাত্র মুনাফা লোভী, স্বার্থান্বেষী মুষ্টিমেয় কিছু মানুষের জন্য কত শত হস্তিশাবকের নৃশংস পরিণতি ঘটেছে। শুধু তাই নয়, সচেতনতা বা অবহেলার কারণে বহু হাতির মৃত্যু ঘটেছে। যার মুনাফা লুটেছে পাচারকারীরা। এমন অপকর্মের বিরুদ্ধে সরব হতেই আলিয়া ভাটের নতুন প্রচেষ্টা। প্রথম কয়েকটা এপিসোড দেখে অভিনেত্রী-প্রযোজক নিজেই পরিচালক রিচি মেহেতাকে অনুরোধ করেছিলেন, যাতে আরও পশুমৃত্যুর ঘটনা লিপিবদ্ধ করে ওটিটির পর্দায় তুলে ধরা যায়।
শুক্রবারই (২৩ ফেব্রুয়ারি) আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে আলিয়া ভাট প্রযোজিত ডকু সিরিজ ‘পোচার’। যেমন চিত্রনাট্য, তেমন সিনেম্যাটোগ্রাফি। অসম্ভব ভালো ট্রিটমেন্ট। আর মাত্র এক দিনেই ট্রেন্ডিং তালিকার শীর্ষে তুলে ফেলেছে ভারতীয় এই সিরিজ। প্রযোজক হিসেবে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আলিয়া। এত ভালোবাসা দেয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করেছেন অভিনেত্রী।
বর্তমান সময়টা দারুণ যাচ্ছে আলিয়া ভাটের। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন ‘কাপুর-বধূ’। উপরন্তু একের পর এক বিগ বাজেট সিনেমা এখন তার ঝুলিতে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের ফিল্মি কেরিয়ারে যে আলিয়া ভাট নতুন মাইলফলক গড়বেন, তা হলফ করে বলা যায়।