দেশজুড়ে

বইমেলা আরও দুই দিন বাড়লো

বইমেলা আরও দুই দিন বাড়লো
প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের প্রেক্ষিতে একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্তের ফলে শুক্র ও শনিবার (২ মার্চ) পর্যন্ত মেলার সময় বাড়লো। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সচিব জানান, আজকে প্রধানমন্ত্রী মেলা দু'দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন। মেলা পরিচালনা কমিটিকে তাঁরা বিষয়টি জানিয়েছেন। কতৃপক্ষ মেলার মাইকে ঘোষণা দেবে। আর চিঠিটা আগামীকাল ইস্যু করা হবে। বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা  বলেন, "আমরা কিছুক্ষণের মধ্যেই জানাবো। এখন কোনো মন্তব্য করছি না।" এদিকে রাত ৯টার পর বইমেলার তথ্যকেন্দ্র থেকে মাইকে মেলা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। এর আগে, দুই দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে চিঠি দেওয়া হয়েছিল মেলা কমিটিকে। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও কমিটি মেলা বাড়ানোর আবেদন জানায়।  

এ সম্পর্কিত আরও পড়ুন বইমেলা | আরও | দুই | দিন | বাড়লো