জাতীয়

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে গেজেট প্রকাশ করে। নির্বাচিতদের নামসহ গেজেট প্রকাশের পর তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়। এর আগে গেলো রোববার (২৫ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোটের শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছে ২টি আসনে।

এ সম্পর্কিত আরও পড়ুন শপথ | নিলেন | সংরক্ষিত | নারী | আসনের | সংসদ | সদস্যরা