প্রবাস

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম একে সাইফুদ্দিন আহমেদ (৫২)। বাংলাদেশে তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানায়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টার দিকে নিউইয়র্কের কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে নিউয়র্ক পুলিশ। নিউইয়র্ক পুলিশ জানায়, সাইফুদ্দিন গাড়িটি উত্তরমুখী চালাচ্ছিলেন। তিনি ক্রসিং পার করে দক্ষিণামুখী লেনে গেলে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সাইফুদ্দিনের গাড়িটি একটি খাদে পড়ে যায়। গুরুতর আহত অপর গাড়ির ড্রাইভারকে আলবানি মেডিকেল সেন্টারে নিয়ে গেলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানায়, সাইফুদ্দিন গাড়িতে আটকা পড়েছিলেন। বোগট এবং ল্যাথাম ফায়ার ডিপার্টমেন্ট দুর্ঘটনায় সহায়তার জন্য ঘটনাস্থলে এসে রাস্তা বন্ধ করে দেয়। গতি বা প্রতিবন্ধকতা এই সময়ে দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছে দেশটির পুলিশ। নিহতের স্বজনেরা জানান, তিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের আলবানির সন্নিকটে কলোনি এলাকায় স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে বসবাস করতেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির লাথামের আল-হিদায়া সেন্টারে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ক্যাসেলটন-অন-হাডসনের ক্যাপিটাল ডিস্ট্রিক্টের মুসলিম কবর স্থান তাঁকে দাফন করা হবে। প্রসঙ্গত, তার মৃত্যুতে আলবানিসহ নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | সড়ক | দুর্ঘটনায় | বাংলাদেশি | নিহত