ফুটবল

চার বছর নিষিদ্ধ পল পগবা

চার বছর নিষিদ্ধ পল পগবা
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পল পগবাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।  এই সময়ের ভিতরে ক্লাব ও জাতীয় দল কোথাও খেলতে পারবেন না তিনি।  তবে রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করতে পারবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। গত বছরের  আগস্টে সিরি ‘আ’–তে জুভেন্টাস–উদিনেসে ম্যাচের পর করা ডোপ পরীক্ষায় পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে।  নিষিদ্ধঘোষিত ড্রাগ গ্রহণের দায়ে গত সেপ্টেম্বরে সাময়িকভাবে নিষিদ্ধ হন জুভেন্টাসের এই ফুটবলার। রয়টার্স জানিয়েছে, পগবার চার বছরের নিষেধাজ্ঞা চেয়ে ইতালির অ্যান্টি–ডোপিং প্রসিকিউটর কার্যালয় দেশটির অ্যান্টি–ডোপিং ট্রাইব্যুনালে অনুরোধ জানিয়েছিল। আদালত সেটি গ্রহণ করেছেন। পগবার দাবি ছিল, নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি তাঁর জানা ছিল না। যুক্তরাষ্ট্রে থাকা এক চিকিৎসক বন্ধু তাঁকে একটি ওষুধ নিতে বলেছিলেন, তবে সেটিতে টেস্টোস্টেরনের উপস্থিতির বিষয়টি তিনি জানতেন না। তবে তদন্তে পগবা ও তাঁর প্রতিনিধিরা সেটি প্রমাণ করতে পারেননি। এ    

এ সম্পর্কিত আরও পড়ুন চার | বছর | নিষিদ্ধ | পল | পগবা