দুর্ঘটনা

পড়ে আছে মা-শিশুর মরদেহ, নিতে আসেনি কেউ

পড়ে আছে মা-শিশুর মরদেহ, নিতে আসেনি কেউ
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ ও মর্মান্তিক অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। নিহতদের মধ্যে  ৩৯ জনের মরদেহ স্বজনরা বুঝে নিয়েছেন। তবে দুজনের মরদেহ বুঝে নিতে এখনো কেউই আসেনি। এর মধ্যে রয়েছে অজ্ঞাত ৫ বছর বয়সী এক শিশু ও তার মা। ঢাকা মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি মর্গের মেঝেতে শুইয়ে রাখা হয়েছে মরদেহ দুটি। নিহত শিশুটির মরদেহ নিতে শুক্রবার (১ মার্চ) বিকেল পর্যন্ত কেউই আসেনি। ফলে তার পরিচয়ও মেলেনি। একই অবস্থা ওই নারীর। তারও পরিচয় পাওয়া যায়নি। শিশুটির শরীরের কোন অংশ পোড়েনি। অক্সিজেন স্বল্পতার কারণে মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পাশে থাকা নারীর মরদেহও পোড়েনি। দুজনের মুখই কালসে হয়ে আছে। এবিষয়ে মর্গের দায়িত্বরত কর্মকর্তা মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত এই শিশুর কোনো স্বজন আসেনি। তাই আমরা অজ্ঞাত হিসেবেই মরদেহটিকে রেখেছি। ধারণা করা হচ্ছে, তারা সম্পর্কে মা-মেয়ে হতে পারেন। তবে এটি নিশ্চিত করতে পারেননি কেউ। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন পড়ে | আছে | মাশিশুর | মরদেহ | নিতে | আসেনি | কেউ