ক্যাম্পাস

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে তথ্যানুসন্ধান কমিটি করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এছাড়াও তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশে ওই বিভাগের একদল শিক্ষার্থীর ফলাফলে ধস নামিয়ে দেয়ার অভিযোগ তদন্তে আরেকটি কমিটি করা হয়। রোববার (০৩ মার্চ) রাতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়। তিন সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে, অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশে পরীক্ষার ফলাফলে ধস নামিয়ে দেয়ার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন- উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং অপর দুই সদস্য হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সূত্র আরও জানায়, অধ্যাপক নাদির জুনায়েদের বিরুদ্ধে বিভাগের একজন নারী শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর আনা যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগের তদন্তে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান। অন্য দুজন সদস্য হলেন, সিন্ডিকেট সদস্য ও হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ। সিন্ডিকেটকে প্রতিবেদন দিতে কমিটিকে দুই সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়েছে। তাদের প্রতিবেদন পরবর্তীতে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হবে। উল্লেখ্য, গেলো ৭ ফেব্রুয়ারি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীরা অধ্যাপক নাদির জুনায়েদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে পরীক্ষার ফলে কম নম্বর দেয়ার অভিযোগ তোলেন। পরে ১০ ফেব্রুয়ারি ওই বিভাগের এক ছাত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। গেলো ২৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের আরেকটি অভিযোগ আনেন।   এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবি | অধ্যাপকের | বিরুদ্ধে | যৌন | হয়রানির | অভিযোগে | তদন্ত | কমিটি | গঠন