রাজধানীর ওয়ারীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রেস্টুরেন্টের দুই ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেলো ১ মার্চ রাতে এ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (৪ মার্চ) পুলিশ বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করে। মামলা নম্বর-৪। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. এস. এম শামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এডিসি শামীম জানান, অগ্নিকাণ্ডের পরে প্রাথমিকভাবে জানা যায় ওই রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজার রেস্টুরেন্টের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রান্নার কাজে সিলিন্ডার ও চুলা ব্যবহার করতেন।
তিনি জানান, ১ মার্চ আগুন লাগার ঘটনার পরও পেশওয়ারাইন রেস্টুরেন্টটিতে পুনরায় রান্নার কাজে ব্যবহারের জন্য নিরাপত্তার তোয়াক্কা না করে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। ৩ মার্চ ওই এলাকায় ডিউটিরত অবস্থায় এসআই মো. রেজাউল করিম চৌধুরী বিষয়টি জানতে পারেন।
তিনি আরও জানান, এরপর ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পৌঁছালে রেস্টুরেন্টের সবাই পালানোর চেষ্টা করেন। এসময় দুই ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ডিএমপি ওয়ারী বিভাগের উপ- পুলিশ কমিশনার মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে ওই এলাকায় আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। শুরুতে পুলিশ র্যাংকিং স্ট্রিটের ‘আই লাভ মেজ্জান’ রেস্টুরেন্ট পরিদর্শন করেন। রেস্টুরেন্টের ভেতরে কিচেনের পাশে এক্সিট থাকলেও সেটি বন্ধ পাওয়া গেছে এবং সেই পথে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহতের পরে রেস্টুরেন্ট গুলোর অগ্নি নিরাপত্ত নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন।